বিশালগড়, ২ নভেম্বরঃ
এক রাষ্ট্রবাদী নেতার হামলায় গুরুতর আহত হলেন শরিলাম এলাকার এক ব্যবসায়ী। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিমল চৌমহনীর ব্যবসায়ীরা। রবিবার দুপুরে আহত ব্যবসায়ীকে নিয়ে গাড়ি ভর্তি করে বিশালগড় থানায় পৌঁছান তাঁরা এবং অভিযুক্ত নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, বিশালগড় থানার অন্তর্গত শরিলাম এলাকার ব্যবসায়ী স্বপন মজুমদারের উপর বাঁশ দিয়ে আঘাত করে চরিলাম গৌতম কলোনির এক রাষ্ট্রবাদী নেতা রাজেশ দাস। এই ঘটনায় গুরুতর আহত হন স্বপন মজুমদার। তাঁর বাড়ি চরিলাম পরিমল চৌমহনী এলাকায়।
অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রবিবার বিকেলে পরিমল চৌমহনী এলাকার ব্যবসায়ীরা দলবদ্ধভাবে থানায় যান। তাঁরা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, রাজেশ দাসের দৌরাত্ম্যে এলাকায় ব্যবসায়ীরা অতিষ্ট হয়ে উঠেছেন — তাই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। বিশালগড় থানার অফিসার ইনচার্জ বিজয় দাস জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাকে কেন্দ্র করে বিশালগড় ব্যবসায়ী মহলে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের দাপট ও হামলার বিরুদ্ধে তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন।